বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বড়াইগ্রামে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ  

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি  

বড়াইগ্রামে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ  

নাটোরের বড়াইগ্রামে অটিজম ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে ধানাইদহ হক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

শনিবার (২ ডিসেম্বর) বিদ্যালয় চত্ত্বরে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা একেএম লুৎফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে এমপি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হক খালিদ। 

মো. আবু সাঈদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবাইদুর রহমান, সোসাইটির উপদেষ্টা ও ভার্চুয়াল মার্কেট সলিউশানের চেয়ারম্যান আশরাফুজ্জামান রাসেল বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে হুইল চেয়ার ও কম্বল বিতরণ করেন। 

টিএইচ